ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ ভাদ্র ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

মণিরামপুর পৌরসভাকে আধুনিকায়ন করা হবে : প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য


প্রকাশ: ২১ জুলাই, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


মণিরামপুর পৌরসভাকে আধুনিকায়ন করা হবে : প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

   

মণিরামপুর (যশোর) প্রতিনিধি : এলজিআরডি মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেছেন, মণিরামপুর পৌরসভাকে আধুনিকায়ন করা হবে। ইতোমধ্যে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ এ পৌরসভার নাগরিক সুবিধা বাড়াতে বিভিন্ন ধরনের প্রকল্প গ্রহন করা হয়েছে। আধুনিক পৌরভবন নির্মানে প্রায় ৪ কোটি ২৭ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

আজ ১১টার দিকে পৌরসভায় অত্যাধুনিক রোড রুলার উদ্বোকালে পৌরসভা আয়োজিত এক সূধী সমাবেশে তিনি এসব কথা বলেন। 

পৌর মেয়র উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী মাহমুদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি পৌরশহরের রাজগঞ্জ মোড়স্থ ব্রীজ নির্মানে ৩ কোটি টাকা বরাদ্দের কথা উল্লেখ করে বলেন, সড়কবাতি স্থাপনে ২ কোটি টাকা বরাদ্দসহ শিশুপার্ক, পৌর এলাকার সড়ক ক্রমান্বয়ে কংক্রীটে রুপান্তর করা হবে। পৌর এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানে মনোরম ভবন নির্মাণ করা হবে। 

পৌর সভার সচিব কামাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, প্রাণি সম্পদ কর্মকর্তা ড. আবুজার সিদ্দিক, আওয়ামীলীগ নেতা আবুল কালাম আজাদ, জিএম মজিদ, আমজাদ হোসেন, মোন্তাজ হোসেন, বাবুল আক্তার, পৌরসভার কাউন্সিলর ও বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।


   আরও সংবাদ