প্রকাশ: ২৯ অগাস্ট, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন
যশোর থেকে খান সাহেব : যশোরে সৎ পিতার হাতে প্রতিবন্ধী সুমি (২৫) নামের একটি মেয়ে খুন হয়েছে। ঘুমন্ত অবস্থায় গভীর রাতে দা দিয়ে কুপিয়ে তাকে খুন করা হয়।
বুধবার রাত ২টার দিকে নাজমুল দা দিয়ে সুমিকে কুপিয়ে পালিয়ে যায়। তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেয়া হলে ডা. মনিরা তাকে মৃত্যু ঘোষণা করেন।
সুমি যশোর সদর উপজেলার আগ্রাইল গ্রামের হারুনের মেয়ে। সৎ বাবা নাজমুল হোসেন বাঘারপাড়া উপজেলার ভদ্রডাঙ্গা গ্রামের বাসিন্দা।
সুমির খালু রেজাউল ইসলাম জানান, সুমির বাবা হারুন দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকায় তার মা রেশমা বাঘারপাড়া উপজেলার নাজমুল হোসেনকে বিয়ে করে। বিয়ের পর নাজমুল ঢাকায় রিকসা চালাতো এবং সুমিকে নিয়ে তার মা রেশমা ভিক্ষা করতো।
ঈদুল আযহার পর নাজমুল তার এক মেয়েকে বিয়ে দেয়। এ অজুহাতে সুমির ভিক্ষা করে জমানো ১ লাখ টাকা তার মা রেশমার কাছ থেকে নাজমুল টাকা ধার নেয়। মেয়ের বিয়ের পর সেই টাকা চাওয়ায় রেশমা ও নাজমুলের সাথে বাকবিতণ্ডা হয়। এরই এক পর্যায়ে সুমি কে কুপিয়ে হত্যা করে।
কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সমীর কুমার সরকার সৎ বাবার হাতে সুমি খুন হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।