ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ ভাদ্র ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

চৌগাছায় করোনায় মৃত ব্যক্তির মেয়েসহ ২ জন নতুন করে শনাক্ত


প্রকাশ: ১৯ জুলাই, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


চৌগাছায় করোনায় মৃত ব্যক্তির মেয়েসহ ২ জন নতুন করে শনাক্ত

   

চৌগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের চৌগাছায় করোনায় মারা যাওয়া ব্যক্তির আরেক মেয়েসহ ২ জনের করোনা সনাক্ত হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার লাকি।

এ নিয়ে চৌগাছায় মোট করোনা রোগির সংখ্যা দাড়িয়েছে ৬৫ তে। এদের মধ্যে ৩৫ জনকে সুস্থ ঘোষণা করা হয়েছে।

আক্রান্ত সনাক্তরা হলেন স্বাস্থ্য সহকারী আব্দুর রউফ এবং ১২ জুলাই করোনায় মারা যাওয়া মুকুন্দপুর গ্রামের আলী হোসেন সরদারের মেয়ে অরভিনা খাতুন। অরভিনা ১৬ জুলাই করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া তার মা সুফিয়া বেগমকে ১৭ জুলাই গোসল দিয়েছিলেন। তবে সুফিয়ার করোনা নেগেটিভ রেজাল্ট আসে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার লাকি বলেন গত ১৮ জুলাই তাদের নমুনা পাঠানো হয় যশোর সিভিল সার্জন অফিসে। 

সেখান থেকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে পাঠানো হয়। রবিবার যবিপ্রবির জিনোম সেন্টারে এই ২ জনের করোনা শনাক্ত হয়। যে রিপোর্ট সোমবার এসে পৌছায়। 

তিনি জানান সনাক্তরা তাদের বাড়িতে আইসোলেশনে রয়েছেন ।
 


   আরও সংবাদ