ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

পার্শ্ববর্তী দেশ থেকে আসছে ড্লেক্স ডিসি নামের নতুন মাদক


প্রকাশ: ১৯ জুলাই, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


পার্শ্ববর্তী দেশ থেকে আসছে ড্লেক্স ডিসি নামের নতুন মাদক

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার কাজীরবেড় ইউনিয়নের অন্তর্গত কাজীরবেড় গ্রামের বাঁশঝাড়ের মধ্যে হতে পলিয়ানপুর বিওপির টহল দল পরিত্যক্ত অবস্থায় ১৪ বোতল ভারতীয় ড্লেক্স ডিসি নামের সিরাপ উদ্ধার করেছে ৫৮ বিজিবি।

রোববার (১৯ জুলাই) বিকালে বিজিবি সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনস্ত পলিয়ানপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত শূন্য লাইন থেকে এক কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তর থেকে এই নতুন মাদক উদ্ধার করা হয়।

আটককৃত ড্লেক্স ডিসি সিরাপটি নতুন আইটেম হওয়ায় এবিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঝিনাইদহ এর সাথে আলাপকালে জানা যায়, ড্লেক্স ডিসি সিরাপটিতে ফেন্সিডিলের ন্যায় অনুরুপ উপাদান থাকায় সিরাপটি ফেন্সিডিলের বিকল্প মাদক হিসেবে কাজ করে।

বিজিবি কর্তৃক ফেন্সিডিলের বিরুদ্ধে ব্যাপক অভিযান পরিচালনার কারণে মাদক চোরাকারবারীরা উক্ত ফেন্সিডিলের বিকল্প হিসেবে ড্লেক্স ডিসি সিরাপটি পার্শ্ববর্তী দেশ হতে নিয়ে আসছে, যা সাধারণ মানুষের কাছে অপরিচিত হলেও মাদককারবারীদের কাছে মাদক হিসেবেই পরিচিত।


   আরও সংবাদ