প্রকাশ: ১৭ জুলাই, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন
বিশেষ প্রতিনিধি : "মুজিব বর্ষের আহ্বান, তিনটি করে গাছ লাগান"। এ শ্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক চাদঁপুর জেলা হাজিগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়নে তিনদিন ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
গত বুধবার থেকে এই কর্মসূচি শুরু হয়ে আজ শেষ হয়েছে। প্রথম দিনে ১,২ এবং ৩নং ওয়ার্ড, ২য় দিনে ৭,৮ ও ৯নং ওয়ার্ডে এবং বাকি অংশ আজ শুক্রবার ৩য় দিনে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
ছাত্রলীগের নেতা-কর্মীবৃন্দ অক্লান্ত পরিশ্রম করে তাদের এই ৩দিন ব্যাপী কর্মসূচি চালিয়ে যাচ্ছে। কর্মসূচিতে ছাত্রলীগ নেতা মামুন বলেন, 'জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী আমরা মুজিববর্ষের কর্মসূচি করছি। আর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে উক্ত কর্মসূচি আরো একধাপ এগিয়ে নিবে এ প্রত্যাশাই ব্যক্ত করি'।
উল্লেখ্য, রাজারগাঁও ইউনিয়নে ছাত্রলীগের সংগঠনটি বিভিন্ন সময়ে নানা কর্মসূচি গ্রহণ করে থাকেন। উক্ত সংগঠন একটি দৃষ্টান্ত স্থাপনকারী ইউনিট।