ঢাকা, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২, ২৮ জ্বমাদিউল সানি ১৪৪৭

সাহারা খাতুনের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক


প্রকাশ: ১০ জুলাই, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


সাহারা খাতুনের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক

স্টাফ রিপোর্টার : সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তারা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

এক শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন,  সাহারা খাতুন সারা জীবন ছিলেন সাধারণ মানুষের জন্য নিবেদিত প্রাণ। তাঁর মৃত্যুতে জাতি একজন বিশিষ্ট রাজনীতিবিদকে হারালো। তিনি ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের ধারক ও বাহক।

আর এক শোকবার্তায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সাহারা খাতুন ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের ধারক ও বাহক।  তাঁর মৃত্যুতে জাতি একজন সৎ,  দক্ষ ও নিবেদিতপ্রাণ রাজনীতিবিদকে হারালো। বিশিষ্ট রাজনীতিবিদ সাহারা খাতুন পৃথিবী ছেড়ে চলে যাওয়ায় রাজনীতিতে যে শূণ্যতা সৃষ্টি হলো তা অপূরণীয়। 

উভায় মরহুমার শোকসন্তপ্ত পরিবার ও রাজনৈতিক অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।


   আরও সংবাদ