ঢাকা, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২, ২৮ জ্বমাদিউল সানি ১৪৪৭

সাহারা খাতুনের মৃত্যুতে পানি সম্পদ প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর শোক


প্রকাশ: ১০ জুলাই, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


সাহারা খাতুনের মৃত্যুতে পানি সম্পদ প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর শোক

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক ও পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। 

আজ পৃথক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। 

প্রতিমন্ত্রী জাহিদ ফারুক জানান, “সাহারা খাতুনের মতো ত্যাগী রাজনীতিবিদের মেধা ও শ্রম থেকে আমরা বঞ্চিত হলাম। তিনি দক্ষহাতে মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন। তাঁর বিয়োগে আমরা এক সম্পদ ব্যক্তি হারালাম যা অপূরণীয়। 

উপমন্ত্রী এনামুল হক শামীম শোকবার্তায় বলেন, দলের দু:সময়ে তার অবদান ছিল দৃশ্যমান। মানুষের অধিকার আদায়ের জন্য তিনি ছিলেন আপোষহীন। কাজে একাগ্রতা দিয়ে নিজেকে বিকল্পহীন হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। 

উল্লেখ্য, গত বৃহস্পতিবাত থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। 


   আরও সংবাদ