প্রকাশ: ১০ জুলাই, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন এমপির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: এনামুর রহমান।
আজ এক শোক বার্তায় প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত অ্যাডভোকেট সাহারা খাতুন বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে আজীবন কাজ করে গেছেন। দেশের উন্নয়নে আজীবন কাজ করা এই ত্যাগী, সৎ ও আদর্শবান নেতাকে হারিয়ে দেশের অপূরণীয় ক্ষতি হলো যা সহজে পূরণ হবার নয়।
প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।