প্রকাশ: ২৭ অগাস্ট, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন
কালিগঞ্জ সাতক্ষীরা থেকে শিমুল : কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ আগষ্ট) বিকাল ৩ টায় ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদে আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী বলেন, আমি রাজনীতি করি জনগণের কল্যাণের জন্য, মানুষের সুখে দুঃখে পাশে থাকার জন্য। আমি আপনাদের ঐকান্তিক সহযোগিতা আশা করি। দলকে সুসংগঠিত করতে পারলে আমরা সকলেই ভাল থাকবো। আমি দলের মধ্যে ভেদাভেদ দেখতে চাই না।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে একিভুত হয়ে সকলে মিলে কাজ করতে চাই।
এতে ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক চন্ডিচরন মন্ডলের সভাপতিত্বে এবং ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল গফর মল্লীকের সঞ্চালণায় শোক সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য প্রবীন রাজনীতিবীদ মাষ্টার নরীম আলী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রাণী ঘোষ, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গাজী শওকত হোসেন, কুশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী কওফিল অরা-সজল, বীর মুক্তিযোদ্ধা বিষ্ণুপদ মিস্ত্রী, যুবলীগের সাবেক সভাপতি গাজী জাহাঙ্গীর কবীর, আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক প্রভাষক আতিয়ার রহমান, আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আল-মামুন সরদার, যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক এ্যাডঃ হাবিব ফেরদাউস শিমুল, ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ- সভাপতি আবুল কাশেম গাইন, যুগ্ম সাধারণ সম্পাদক হযরত আলী গাজী, মহিলা বিষয়ক সম্পাদক ইউপি সদস্য রোকেয়া খাতুন বেবি, শিক্ষা ও মানব কল্যান বিষয়ক সম্পাদক প্রভাষক রফিকুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাসুদেব কুমার হালদার, ৬নং ওয়ার্ড সভাপতি এস এম শওকত হোসেন, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক ডাঃ আব্দুর রহমান, জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক নিতাই চন্দ্র মন্ডল প্রমূখ।