প্রকাশ: ২৭ অগাস্ট, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন
হটলাইন চালু করতে ৫০ লাখ টাকার বাজেট চেয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রস্তাব দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ বিষয়ে ব্যাখ্যা দিতে হাইকোর্টে উপস্থিত হয়েছেন সংস্থাটির পরিচালক (প্রশাসন ও অর্থ) শামীম আল মামুন।
আজ মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে।
এর আগে গত ২০ আগস্ট ভোক্তাদের জরুরি অভিযোগ শুনতে হটলাইন চালুর জন্য ৫০ লাখ টাকা বাজেট চাওয়ার বিষয়ে ব্যাখ্যা দিতে হাইকোর্টে তলব করা হয় শামীম আল মামুনকে। ওই তলবের পরিপ্রেক্ষিতে আজ আদালতে উপস্থিত হয়েছে তিনি।
আইনজীবী কামরুজ্জামান কচি ওই দিন আদালতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষে প্রতিবেদন উপস্থাপন করেন। রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শিহাব উদ্দিন খান।
আইনজীবী কামরুজ্জামান কচি বলেন, হটলাইন চালু করতে ৫০ লাখ টাকার বাজেট চেয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। তখন আদালত উষ্মা প্রকাশ করে বলেন, হটলাইন চালু করতে এত টাকা লাগবে? তাহলে তো এর ব্যাখ্যা জানা দরকার। তখন আদালত সংস্থাটির পরিচালককে তলব করেন।