প্রকাশ: ৬ জুলাই, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : কিংবদন্তি সংগীতশিল্পী এন্ড্রু কিশোরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম।
আজ এক শোক বার্তায় গুণী এই শিল্পীর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শোক বার্তায় তিনি বলেন "এন্ড্রু কিশোর ছিলেন এদেশের বাংলা গানের কালজয়ী শিল্পী। এ শিল্পীর মৃত্যু সাংস্কৃতিক অঙ্গনে বিশাল শূন্যতা সৃষ্টি করবে।