ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

বঙ্গবন্ধু'র আদর্শকে ধারণে আ’লীগকে সংগঠিত করতে হবে: জগলুল হায়দার (এমপি)


প্রকাশ: ২৭ অগাস্ট, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন


বঙ্গবন্ধু'র আদর্শকে ধারণে আ’লীগকে সংগঠিত করতে হবে: জগলুল হায়দার (এমপি)

হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে শোক র‌্যালী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ আগষ্ট) বিকাল ৫ টায় রতনপুর ইউনিয়ন পরিষদ চত্তরে শোক দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল হোসেন খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস,এম জগলুল হায়দার।

তিনি বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু'র আদর্শকে ধারণ করে বাংলাদেশ আ্ওয়ামীলীগকে সংগঠিত করতে হবে।  দেশ ও জাতীর কল্যাণে যে দলটি বেশি অবদান রেখে আসছে, আমি সেই দলের একজন সদস্য হতে পরে নিজেকে ধন্য মনে করি। আপনারা ঐক্যবদ্ধ হলে কোন অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না।

স্মরণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সজল মুখার্জী, মথুরেশপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শেখ মোকলেছুর রহমান মুকুল, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাক, রতনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পরেশ চন্দ্র মিস্ত্রি, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব জি,এম,আব্দুল মান্নান, রতনপুর ইউনিয়ন ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ফিরোজ আহম্মেদের সঞ্চলনায় অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কাটুনিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবু বক্কার সিদ্দিক, পরে সকলকে তাবারক বিতরণ করা হয়।


   আরও সংবাদ