ঢাকা, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ ভাদ্র ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

যশোরে ১১ লাখ ৫ হাজার ইউএস ডলারসহ আটক ৩


প্রকাশ: ২ জুলাই, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


যশোরে ১১ লাখ ৫ হাজার ইউএস ডলারসহ আটক ৩

   

যশোর সংবাদদাতা : যশোরের খাজুড়া বাসস্ট্যান্ড থেকে ১১ লাখ ৫ হাজার ইউএস ডলারসহ ৩ জন হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)।

শুক্রবার (৩ জুলাই) রাত ৯ টার দিকে বিজিবির পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

আটককৃতরা হলেন- শাহ আলম (৩৫), মাসুদ রানা (২৮), ও জাকির হোসেন (৩৬)। এ সময় তাদের কাছ থেকে ১১ লাখ ৫ হাজার ইউএস ডলার এবং প্রাইভেটকার যা বাংলাদেশী টাকায় এক কোটি ২২ লাখ ৫৬ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল সেলিম রেজা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যানা যায়, বেশ কয়েকটি হুন্ডি চোরাকারবারী চক্র দীর্ঘদিন যাবত যশোর বেনাপোল রোড়ে চোরাচালানী কার্যক্রম পরিচালনা করছে।

আজ যশোর বিজিবির একটি বিশেষ দল বেনাপোল সীমান্ত থেকে যশোর ঢাকাগামী একটি প্রাইভেটকারবাহী চোরাচালানী দলকে আটক করে।

লেঃ কর্নেল সেলিম রেজা জানান, আটককারীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হুন্ডি ও স্বর্ণ চোরাকারবারীর সাথে দীর্ঘদিন যাবত জড়িত বলে স্বীকার করে। 

তিনি জানান, মাদক, চোরাচালান, হুন্ডি ও স্বর্ণ পাচারের বিরেদ্ধে সীমান্তে কঠোর নজরধারী জারী রয়েছে। এ ব্যাপারে প্রয়োজন অনুযায়ী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। 

আটককৃত হুন্ডিসহ আসামীদের বিরোদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


   আরও সংবাদ