ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

বোরহানউদ্দিনে মসজিদের রুমে ঢুকে মুয়াজ্জিনকে মারধর


প্রকাশ: ৩ জুলাই, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


বোরহানউদ্দিনে মসজিদের রুমে ঢুকে মুয়াজ্জিনকে মারধর

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি : ভোলা বোরহানউদ্দিন উপজেলার ছোট মানিকা ফাজিল মাদ্রাসার মসজিদের মোয়াজ্জিন মনির কে মসজিদের ভিতর তার রুমে ঢুকে বেদম মারধর করেন নাগর মোল্লা গংরা।

নাগর মোল্লার স্ত্রী মসজিদের ভিতর দিয়ে ছাগল আনা নেয়া করায় মোয়াজ্জিন মনির বাধা দেন। ওই ঘটনায় ক্ষিপ্ত হয়ে অদ্যরাত অনুমান ৭টার সময় তার রুমে নাগর মোল্লা ও তার ছেলে খোকন মোল্লা ঢুকে বেদম মারধর করেন। পরে মসজিদের মুসলিরা তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দিচ্ছে।

মসজিদের সভাপতি আশরাফ ফারুক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনাটি খুবই দুঃখ জনক। থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছি।


   আরও সংবাদ