প্রকাশ: ২৭ অগাস্ট, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন
যশোর থেকে রহিদুল : যশোরের চৌগাছায় শিশু (৬) ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি শিব রায়কে (১৯) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ আগস্ট) ভোররাতে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শালঘর মধুয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই।
পিবিআইয়ের এসআই দ্বৈপায়ন মণ্ডল জানান, শিব তার এক দূরসম্পর্কের আত্মীরের বাড়িতে আত্মগোপনে ছিল। পিবিআই আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তাকে গ্রেফতার করতে সমর্থ হয়।
গত ২৪ আগস্ট দুপুরের পরে চৌগাছার দেবালয় গ্রামের সুকুমার রায়ের ছেলে শিব রায় ওই শিশুকে ঘরে নিয়ে ধর্ষণ করে। মেয়েটির মা সেই সময় পুজো অর্চনা করছিলেন আর সে বাড়ির পাশে অন্যদের সঙ্গে খেলা করছিল। রক্তাক্ত অবস্থায় বাড়ি এসে মেয়েটি তার মাকে জানায়, শিব তাকে কষ্ট দিয়েছে।
অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাকে সেদিন রাতেই চৌগাছা থেকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় চৌগাছা থানায় একটি মামলা করা হয়। মামলা নম্বর ২৩/২৪.০৮.১৯।
চৌগাছা থানার ইনসপেক্টর (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা উত্তম কুমার বিশ্বাস বলেন, পিবিআইয়ের সহযোগিতায় শিবকে আজ ভোর গ্রেফতার করা হয়। দূরসম্পর্কের আত্মীয় সুনীল শর্মার বাড়িতে সে আত্মগোপন করে ছিল।
তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান তিনি।