ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

চৌগাছার দুঃস্থ ও অসহায় ৭ ব্যক্তিকে ভ্যান প্রদান


প্রকাশ: ৩০ জুন, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


চৌগাছার দুঃস্থ ও অসহায় ৭ ব্যক্তিকে ভ্যান প্রদান

চৌগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের চৌগাছার বিভিন্ন গ্রামের ৭ দুঃস্থ ও অসহায় ব্যক্তিকে ভ্যান প্রদান করা হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিবি) আওতায় এসব ব্যক্তিদের এই ভ্যান প্রদান করা হয়েছে। 

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এই ভ্যান বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান। 

অন্যান্যের মধ্যে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীন নাহার পপি ও সহকারী কমিশনার (ভূমি) নারায়ণ চন্দ্র পাল উপস্থিত ছিলেন।

ভ্যান প্রাপ্তরা হলেন- টেঙ্গুরপুর গ্রামের শফিকুল ইসলাম, ইছাপুর গ্রামের জয়নাল আবেদিন, সৈয়দপুর গ্রামের বিপুল হোসেন, বড় কাকুড়িয়া গ্রামের রকি আহাম্মেদ, বেলেমাঠ গ্রামের কাউসার আলী, ফুলসারা গ্রামের সাইফুল ইসলাম ও মিজানুর রহমান।


   আরও সংবাদ