প্রকাশ: ২৭ অগাস্ট, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জিসান (১৭) নামের অগ্রণী স্কুলের নবম শ্রেণীর স্কুল ছাত্রের চিকিৎসাধীন মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল ৭টায় তার মৃত্যু হয়েছে।
মৃতার দুলাভাই জাকির হোসেন জানান, এক সাপ্তাহ আগে থেকে জ্বরে আক্রান্ত হন। পরে শহীদ তাজউদ্দীন মেডিকেলে চিকিৎসা দেওয়া হয়। সেখান থেকে ডেঙ্গু জ্বরে গতকাল সোমবার রাত ১১টায় ঢাকা মেডিকেলের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, আইনি প্রক্রিয়া শেষে স্বজনরা মৃতদেহটি নিয়ে গেছে। মৃতা জিসান গাজীপুর সদর উপজেলার সামন্তপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।