ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

কালিগঞ্জে অধ্যাপক আঃ খালেক স্মৃতি সংসদ গঠনে মতবিনিময় সভা


প্রকাশ: ২৬ জুন, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


কালিগঞ্জে অধ্যাপক আঃ খালেক স্মৃতি সংসদ গঠনে মতবিনিময় সভা

কালিগঞ্জ থেকে শিমুল : প্রয়াত অধ্যাপক আঃ খালেক স্মৃতি সংসদ গঠনকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বিকাল ৫ টায় মোজাহার মেমোরিয়াল হাইস্কুলের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহাদাৎ হোসেন এর সভাপতিত্বে ও সাংবাদিক হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু, উপজেলা ভুমি কমিটির সেক্রেটারী এ্যাডঃ জাফরুল্যাহ ইব্রাহিম।

এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সেক্রেটারী নাজমুল হাসান নাঈম, দৈনিক কালেরকন্ঠের উপজেলা প্রতিনিধি এসএম আহম্মাদ উল্যাহ বাচ্ছু, কালিগঞ্জ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, প্রেরণা সংস্থার সম্পাদিকা শম্পা গোষ্মামী, শিক্ষক সাইফুল ইসলাম, অধ্যাঃ আঃ খালেকের সহধর্মিনী, ভাই আব্দুল মান্নান, সাংবাদিক সুমন মাহবুব, রাজু আহম্মেদ প্রমুখ।


   আরও সংবাদ