ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

ডেঙ্গু রোধে সরকারের পদক্ষেপ পর্যাপ্ত নয়: হাইকোর্ট


প্রকাশ: ২৬ অগাস্ট, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন


ডেঙ্গু রোধে সরকারের পদক্ষেপ পর্যাপ্ত নয়: হাইকোর্ট

ডেঙ্গু রোধে গাফিলতি ও ব্যর্থতায় দায়ীদের চিহ্নিত করতে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের নিদের্শ দিয়েছে হাইকোর্ট। এছাড়া ডেঙ্গু রোধে সরকারের পদক্ষেপ পর্যাপ্ত নয় বলে মন্তব্য করেছেন আদালত।

আজ সোমবার সকালে বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মোহাম্মদ সোহরাওয়ার্দীর বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে, ডেঙ্গু নিয়ে প্রতিবেদন জমা দেয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর। প্রতিবেদনে দক্ষিণ সিটি জানায়, এডিস মশা নির্মূলে গত ১০ আগস্ট থেকে নতুন ওষুধ ডেল্টামেথরিন ছিটানো হচ্ছে।

প্রতিবেদনে স্থানীয় সরকার মন্ত্রণালয় জানিয়েছে, ডেঙ্গু ও চিকনগুনিয়ার মতো রোগ প্রতিরোধে দীর্ঘ মেয়াদি পরিকল্পনা প্রণয়নের কাজ চলছে।


   আরও সংবাদ