ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ ভাদ্র ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫

ভারতে একদিনে সর্বোচ্চ ১৭২৯৬ জনের করোনা শনাক্ত


প্রকাশ: ২৫ জুন, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


ভারতে একদিনে সর্বোচ্চ ১৭২৯৬ জনের করোনা শনাক্ত

   

আন্তর্জাতিক ডেস্ক : লকডাউন শিথিলের পরপরই ভারতে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় এ যাবৎকালের সর্বোচ্চ ১৭ হাজার ২৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ শুক্রবার (২৬ জুন) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়। 

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, সরকারি হিসেবে শেষ ২৪ ঘণ্টায় ভারতে করোনায় ৪০৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে করোনায় মোট মৃত্যু দাঁড়ালো ১৫ হাজার ৩০১ জনে। 

ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, শেষ ১৭ হাজার ২৯৬ শনাক্ত নিয়ে সেখানে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৯০ হাজার ৪০১ জনে।  

এদিকে সংক্রমণ বেড়ে চলায় ৩০ জুন থেকে পুনরায় নিয়মিত রেল যোগাযোগ চালুর কথা থাকলেও আগামী ১২ আগস্টের আগ পর্যন্ত তা পুরোপুরি চালু করা হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 


   আরও সংবাদ