ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

ভয়ঙ্কর ধুলোর ঝড় ধেয়ে আসছে, আমেরিকায় আঘাত হানার আশঙ্কা


প্রকাশ: ২১ জুন, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


ভয়ঙ্কর ধুলোর ঝড় ধেয়ে আসছে, আমেরিকায় আঘাত হানার আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক : প্রতিবছর আফ্রিকার উপকূল থেকে সাহারা মরুভূমি ফেরত ধুলো বাতাস বয়ে এসে বিপত্তি বাধালেও এ বছর বিষয়টি ভয়ানক হতে চলেছে।

সম্প্রতি নাসার একটি উপগ্রহ চিত্রে দেখা গেছে, দীর্ঘ দুই হাজার মাইল লম্বা ভয়ঙ্কর এক ধুলোর ঝড় ধেয়ে আসছে। উত্তর আটলান্টিক মহাসাগরের ওপরে ওই ধুলোর ঝড়টি অবস্থান করছে। কিন্তু ঝড়টির লেজের অংশ এখনও স্পষ্ট নয়। ফলে যদি সত্যিই এটি সাগর পেরিয়ে এসে পড়ে, তাহলে এর আকার হতে পারে প্রায় ৫ হাজার মাইল।

জানা যায়, প্রায় একসপ্তাহ আগে উপগ্রহ চিত্রে প্রথম ধরা পড়ে যে আফ্রিকার উপকূল থেকে ধুলোর ঝড় আসতে শুরু করেছে। কিন্তু সেই সময়টা প্রায় একসপ্তাহ আগে। 

এখনও সেই ঝড়ের শেষ অংশ উপকূলেই রয়েছে। তার মানে এটি আকারে মারাত্মক বড়। এভাবে যদি এর গতিপথ থাকে। তাহলে এটি উত্তর ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন অংশে তাণ্ডব চালাতে পারে।


   আরও সংবাদ