ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

বোরহানউদ্দিনে ইয়াবাসহ জ্বীনের বাদশা আটক


প্রকাশ: ২১ জুন, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


বোরহানউদ্দিনে ইয়াবাসহ জ্বীনের বাদশা আটক

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি : ভোলা বোরহানউদ্দিন উপজেলাধীন, কাচিয়া ইউনিয়নের জ্বীনের বাদশা খ্যাত আজাদ হাওলাদারকে (৪০) আটক করেছে পুলিশ।

এসআই রেজাউল করিম, সংগীয় ফোর্স নিয়ে শনিবার রাতে কুঞ্জের হাট নিজ বাসা থেকে ৫১পিস ইয়াবা ও ২০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে।

লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়ি থেকেই তাকে আটক করা হয়। আসামী আজাদ হাওলাদার (৪০) ফুল কাচিয়া ০৫নং ওয়ার্ডের মৃত মোফাজ্জল হোসেন বজলু হাওলাদারের ছেলে।

বোরহানউদ্দিন থানা অফিসার ইনচার্জ মু. এনামুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কুঞ্জেরহাট এলাকা থেকে আজাদ হাওলাদারকে গ্রেফতার করা হয়। আসামীর বিরুদ্ধে মাদক মামলা করা হয়েছে।


   আরও সংবাদ