ঢাকা, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ চৈত্র ১৪৩২, ১৮ জ্বমাদিউল সানি ১৪৪৭

১৮৭ যাত্রী নিয়ে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ


প্রকাশ: ২১ জুন, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


১৮৭ যাত্রী নিয়ে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ

স্টাফ রিপোর্টার : করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বন্ধ হওয়ার প্রায় তিন মাস পর ১৮৭ জন যাত্রী নিয়ে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট।

আজ রোববার (২১ জুন) দুপুর ১২টা ২ মিনিটে যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশ্যে  ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, লন্ডনের ফ্লাইট আজ সকাল ১২টা ২ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছে।  ফ্লাইটে ১৮৭ জন যাত্রী ছিলেন। 

বিমানের ড্রিমলাইনার ৭৮৭-৯ মডেলের উড়োজাহাজ দিয়ে লন্ডন রুটে ফ্লাইট পরিচালনা করা হয়।


   আরও সংবাদ