ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

চৌগাছায় গাজা ও ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ি আটক 


প্রকাশ: ২০ জুন, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


চৌগাছায় গাজা ও ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ি আটক 

চৌগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের চৌগাছায় গাজা ও ফেনসিডিলসহ সাবদার আলী (৪০) নামের এক মাদক ব্যবায়িকে আটক করেছে পুলিশ। আটক সাবদার আলী উপজেলার সুকপুকুরিয়া ইউনিয়নের বল্লভপুর গ্রামের মৃত হাসেম আলীর ছেলে । 

চৌগাছা থানার সেকেন্ড অফিসার এসআই বিপ্লব রায় জানান, শনিবার সকালে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে তাকে আটক করা হয়। এসময় হাসেমের স্বীকার উক্তিতে তার বাড়ির পিছন থেকে ১’শ ৪০ বোতল ফেনসিডিল ও ৫ কেজি গাজা উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।  
চৌগাছা থানার ওসি রিফাত খান রাজিব জানান, আমাদেও কাছে ইনফর্মেশন ছিল হাসেম ও তার পরিবারের সকলেই মাদক ব্যবসার সাথে জড়িত। 

এরপর তাকে আটকের জন্য চৌগাছা থানার একজন পুলিশ অফিসারকে ক্রেতা সাজিয়ে তার কাছে ফোন করানো হয়। এতে হাসেম রাজি হয়ে যায়। মাদক নেওয়ার জন্য হাসেম শনিবার সকালে ফোন করলে আমি নিজে অফিসারকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেছি’।  

তিনি আরো জানান, হাসেম, হাসেমের স্ত্রী ও তার স্ত্রীর বাবা ( হাসেমের শশুর) মুনতাজকে এর আগে চৌগাছা থানা পুলিশ কয়েকবার মাদকসহ আটক করেছে। এবং তাদের নামে একাধিক মাদক মামলা রয়েছে। 

এঘটনায় চৌগাছা থানায় মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।


   আরও সংবাদ