প্রকাশ: ২৫ অগাস্ট, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করা বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের তিন যুগ্ম আহ্বায়কের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে করা মামলার তদন্ত কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট।
রোববার (২৫ আগস্ট) পৃথক তিনটি রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি বদরুজ্জামানের বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
তিন নেতা হলেন, যুগ্ম আহ্বায়ক রাশেদ খাঁন, শাখাওয়াত হোসেন রাতুল এবং লুৎফুননাহার লুমা। ছাত্র নেতাদের পক্ষে ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।
পরে তিনি সাংবাদিকদের বলেন, কোটা সংস্কার এবং নিরাপদ সড়ক আন্দোলনের সময় গত বছর তথ্য প্রযুক্তি আইনে এ সব মামলা হয়। পরে নতুন আইন করা হয়। তাই এসব মামলায় চলা তদন্তের বৈধতা নিয়ে রিট করে ছিলাম।