ঢাকা, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২, ২৮ জ্বমাদিউল সানি ১৪৪৭

সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিমের মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক


প্রকাশ: ১৩ জুন, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিমের মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

স্টাফ রিপোর্টার : সাবেক স্বাস্থ্য মন্ত্রী এবং সংসদ সদস্য মোহাম্মদ নাসিমের  মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। 

শনিবার এক শোক বার্তায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দেশ প্রেমিক নেতা মোহাম্মদ নাসিম ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের ধারক ও বাহক। 

তিনি সারা জীবন অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠায় কাজ করে গেছেন। এদেশের রাজনীতিতে তাঁর অবদান বাঙালি জাতি চিরদিন স্মরণ রাখবে।

শাহরিয়ার আলম মরহুমের শোকসন্তপ্ত পরিবার ও রাজনৈতিক অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।


   আরও সংবাদ