ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কে দুর্ঘটনায় মাছ ব্যবসায়ী নিহত


প্রকাশ: ২৫ অগাস্ট, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন


সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কে দুর্ঘটনায় মাছ ব্যবসায়ী নিহত

কালিগঞ্জ সাতক্ষীরা থেকে শিমুল : সাতক্ষীরার দেবহাটায় মাছের ট্রাক নিয়ন্ত্রনণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ফিরোজ শেখ (৪৬) নামের এক মাছ ব্যবসায়ী ঘটনাস্থলে নিহত হয়েছেন এবং এতে মারাত্মক আহত হয়েছেন ট্রাক চালক ও হেলপার। 

রোববার (২৫ আগস্ট) ভোরে দেবহাটার বহেরা ইটের ভাটা এলাকায় এঘটনা ঘটে।

নিহত ফিরোজ শেখ পাবনার সুজানগর উপজেলার মৃত আবেদ আলীর ছেলে।

প্রতক্ষ্যদর্শীরা জানান, আজ সকাল সাড়ে ৫ টার দিকে কালিগঞ্জ থেকে সাতক্ষীরা দিকে ছেড়ে যাওয়া ট্রাক (যার নং ঢাকা মেট্রো-ট ১৬-৬১৯৩) বহেরা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে মাছ ব্যবসায়ী নিহত হন।

মারাত্মক আহত হন ট্রাক ড্রাইভার ও হেলপার। তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

দেবহাটা থানার ওসি (তদন্ত) উজ্জল কুমার মৈত্র ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতলে পাঠানো হয়েছে। আর আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


   আরও সংবাদ