প্রকাশ: ৪ জুন, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন
চৌগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫টি অক্সিজেন সেট প্রদান করা হয়েছে।
২০২০-২১ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচীর (এডিবি) অর্থায়নে এই অক্সিজেন সেটগুলি প্রদান করা হয়েছে। যাতে ব্যয় হয়েছে ১লক্ষ ৮০ হাজার টাকা।
বুধবার দুপুরে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার লাকির নিকট এই অক্সিজেন সেটগুলি হস্তানন্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান এবং উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম।
উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান বলেন হাসপাতালে অক্সিজেন সিলিন্ডারসহ সামগ্রীর অভাবে চিকিৎসা সেবা ব্যহত হচ্ছিল। সে কারনে আমরা বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিবি) অর্থায়নে হাসপাতালে এই ৫টি অক্সিজেন সিলিন্ডারসহ আনুষঙ্গিক সামগ্রী প্রদানের সিদ্ধান্ত নিই।
সরবরাহকারী প্রতিষ্ঠান সেগুলি বুধবার প্রদান করার পর সেগুলি আনুষ্ঠানিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হলো।