ঢাকা, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ চৈত্র ১৪৩২, ২২ জ্বমাদিউল সানি ১৪৪৭

কালিগঞ্জে বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা


প্রকাশ: ২২ অগাস্ট, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন


কালিগঞ্জে বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা

কালিগঞ্জ সাতক্ষীরা থেকে শিমুল : স্বাধীনতার স্থাপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে কালিগঞ্জ উপজেলার ২নং বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠান করা হয়।

বৃহস্পতিবার (২২শে আগস্ট) উপজেলার চৌমুহুনী মুকুন্দ মধুসূদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানে বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি শাহ্ আলম'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব আঃ মান্নান, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি শেখ নাজমুল ইসলাম, বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম নাঈম, উপজেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ মোজাহার হোসেন কান্টু, বিষ্ণুপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি নুরুল হক সরদার, সাধারণ সম্পাদক নিরঞ্জন কুমার পাল (বাচ্চু), সাংগঠনিক সম্পাদক আব্দুর রাশেদ ঢালী, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দীন, তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ মেহেদী হাসান সুমন, বিষ্ণুপুর ইউনিয়ন যুুবলীগের সাধারণ সম্পাদক আশিক ইকবল পাপ্পী।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নের আওয়ামালীগ ও যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যন্য সহযোগী অঙ্গসংগঠনের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল শহীদের আত্মার মাগফিরতের কামনায় দোয়া মোনাজাত করেন সাতক্ষীরা জেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব আঃ মান্নান।


   আরও সংবাদ