ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

চৌগাছায় বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু


প্রকাশ: ২ জুন, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


চৌগাছায় বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

চৌগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের চৌগাছায় বিদ্যুৎস্পৃষ্টে বছির উদ্দিন (৪০) নামে এক ধান ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সে চৌগাছা পৌরসভার ৩নং ওয়ার্ডের জিওলগাড়ী বেলেমাঠ এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে।

মঙ্গলবার বিকাল ৪টার দিকে নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এ দুর্ঘটনা ঘটে।

প্রতিবেশিরা জানান, বছির উদ্দিন বাড়িতে নিজের বৈদ্যুতিক মোটর (পানির পাম্প) মেরামত করছিলেন। সে সময় অসবাধানতায় বৈদ্যুতিক লাইনের সুইচ অন করা ছিল। মেরামত করার সময়ে বৈদ্যুতিক লাইনের একটি তার তার কপালে এসে পড়ে তিনি বিদ্যুতায়িত হয়ে পড়েন। 

বাড়ির লোকজনের ডাকচিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের মেডিকেল অফিসার ডা. আহমেদ ফয়েজ বিন সাদ বলেন হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
 


   আরও সংবাদ