প্রকাশ: ১ জুন, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন।
সোমবার (১ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইদলাম প্রধান এক বার্তায় এ তথ্য নিশ্চিত করে বলেন, গত দু’দিন থেকে আমার জ্বর, মাথাব্যথা এবং সঙ্গে শুকনো কাশি। গতকাল আমি পরীক্ষা করিয়েছি, আজ রিপোর্ট এসেছে পজিটিভ।
বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসকের পরামর্শ মেনে চিকিৎসা চলছে জানিয়ে তিনি জানান, প্রয়োজন হলে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেবেন।
এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেখার হোসেন করোনায় আক্রান্ত হন। তাদের অবস্থা উন্নতির দিকে।