ঢাকা, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ চৈত্র ১৪৩২, ২২ জ্বমাদিউল সানি ১৪৪৭

এই ধরণের পদক্ষেপ আগেই নেয়া উচিৎ ছিলো : অ্যাটর্নি জেনারেল


প্রকাশ: ২২ অগাস্ট, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন


এই ধরণের পদক্ষেপ আগেই নেয়া উচিৎ ছিলো : অ্যাটর্নি জেনারেল

স্টাফ রিপোর্টার : হাইকোর্টের তিন বিচারপতির বিষয়ে অনুসন্ধানের দায়িত্ব রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতির বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনালে মাহবুবে আলম। এই ধরণের পদক্ষেপ অনেক আগেই নেয়া উচিৎ ছিলো।

বৃহস্পতিবার (২২ আগস্টা) সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে তিনি এসব কথা জানান।

তিনি বলেন, রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতি আলোচনা করেই এ সিদ্ধান্ত নিয়েছেন। আইনজীবীরা চান সকল বিচারপতি বিতর্কের উর্ধ্বে থাকুক। আমরা অনেক আগে থেকেই বলে আসছি। 

তিনি আরও বলেন, বিচার বিভাগকে সঠিক রাস্তায় রাখার প্রাথমিক দায়িত্ব রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতির। একে কলুষমুক্ত করতে যা যা করা দরকার তা তাদের করা উচিৎ। তবে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ জনসম্মুখে প্রকাশ করা বিচার বিভাগের ভাবমূর্তির জন্য শুভ হবে না। আর এ একসঙ্গে তিন বিচারপতিকে বিচারকার্য থেকে বিরত রাখার সিদ্ধান্ত আগে ঘটেনি বলে জানান তিনি। 

রাষ্ট্রের প্রধান এই আইন কর্মকর্তা বলেন, আইনের উর্ধ্বে কোন মন্ত্রী, বিচারপতি বা সাধারণ মানুষ থাকতে পারে না। এই পদক্ষেপের ফলে যারা নিজেদের সঠিক পথে পরিচালনা করছেন না, তাদের কাছে একটি ইঙ্গিত যাবে বলেও মন্তব্য করেন  তিনি। 

সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের মাধ্যমে বিচারপতিদের বিরুদ্ধে থাকা অভিযোগের অনুসন্ধান হবে কিনা, সে বিষয়ে জানতে চাইলে মাহবুবে আলম বলেন, সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল নিয়ে রিভিউ ফাইল করে রেখেছি। তবে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল থাকলেও প্রধান বিচারপতি তিনজন বিচারপতিকে নিয়ে এ বিষয়ে অনুসন্ধান করে রাষ্ট্রপতির কাছে পাঠাতেন।


   আরও সংবাদ