ঢাকা, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২, ২৮ জ্বমাদিউল সানি ১৪৪৭

ক্রীড়া সংগঠক মোনেমের মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক


প্রকাশ: ৩১ মে, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


ক্রীড়া সংগঠক মোনেমের মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক

স্টাফ রিপোর্টার : দেশবরেণ্য শিল্পপতি ও মোনেম গ্রুপের চেয়ারম্যান আব্দুল মোনেম খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। 

আজ এক শোকবার্তায় ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, আব্দুল মোনেম খান ছিলেন দেশের একজন স্বনামধন্য ব্যবসায়ী ও একজন প্রথিতযশা ক্রীড়া সংগঠক। তিনি একজন সফল ক্রীড়া সংগঠক হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দেশের অন্যতম সেরা ক্লাব ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেন। 

দেশের শিল্প খাতের উন্নয়নের পাশাপাশি ক্রীড়ার উন্নয়নে তাঁর অবদান  চির স্মরণীয় হয়ে থাকবে।

শোকবার্তায়  পরিবেশ মন্ত্রী মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, আজ সকাল ১০ টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না-লিল্লাহে --- রাজেউন)। 


   আরও সংবাদ