ঢাকা, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২, ২৮ জ্বমাদিউল সানি ১৪৪৭

ড. আনিসুজ্জামান’র মৃত্যুতে কর্মসংস্থানমন্ত্রী ও ঢাবির প্রো-ভিসির শোক


প্রকাশ: ১৪ মে, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


ড. আনিসুজ্জামান’র মৃত্যুতে কর্মসংস্থানমন্ত্রী ও ঢাবির প্রো-ভিসির শোক

স্টাফ রিপোর্টার : বাংলাদেশের খ্যাতনামা শিক্ষাবিদ, লেখক, গবেষক, বাংলা একাডেমির সভাপতি,প্রখ্যাত বুদ্ধিজীবী ও জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান'র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক  ড. নাসরীন আহমাদ।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. নাসরীন আহমাদ আজ এক শোকবার্তায় বলেন, অধ্যাপক ড.আনিসুজ্জামান ভাষা আন্দোলন ও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।এছাড়াও তিনি দেশ ও জাতির যেকোন ক্রান্তিলগ্নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

তাঁরা বলেন, অধ্যাপক আনিসুজ্জামান বাংলা ভাষা,সাহিত্য ও সংস্কৃতির বিকাশে আমৃত্য অবদান রেখেছেন।এসব ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের কারণে তিনি বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক, আনন্দ পুরস্কার, ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির কাছ থেকে সম্মানসূচক ‘পদ্মভূষণ, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডি.লিট সহ দেশি-বিদেশি পদকে ভূষিত হয়েছেন।

ড. আনিসুজ্জামানের সাথে ব্যক্তিগত ঘনিষ্ঠতা উল্লেখ করে তাঁরা বলেন, তাঁর মৃত্যু দেশ, জাতি ও বাংলা সাহিত্যের জন্য অপূরণীয় ক্ষতি।বাংলা ভাষা ও সাহিত্যের বিকাশে এবং ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কারণে তিনি দেশবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন।

তাঁরা মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।


   আরও সংবাদ