প্রকাশ: ২১ অগাস্ট, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন
কোন ঘোষণা ছাড়াই প্রতিষ্ঠান বন্ধ করে দেয়ার প্রতিবাদে রাজধানীর শ্যামলীর সড়ক অবরোধ করেছিলেন আলিফ অ্যাপারেলসের একটি পোশাক কারখানার শ্রমিকরা। সবশেষ মালিকপক্ষের সঙ্গে বৈঠকের পর সড়ক অবরোধ তুলে নিয়েছেন শ্রমিকরা।
আজ বুধবার সকাল আটটা থেকে তারা শ্যামলীর প্রধান সড়কের দুইপাশে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এরপর পুলিশি বাধার মুখে বেলা সাড়ে ১১টায় তারা শ্যামলী স্কয়ারের দিকে এসে আবারও সড়ক অবরোধ করেন। দুপুর ১২টায় পুলিশের মধ্যস্ততায় মালিকপক্ষের সঙ্গে বৈঠকে বসে তাদের একটি প্রতিনিধি দল। পাশাপাশি তারা সড়ক অবরোধ তুলে নেয়।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি জি বিশ্বাস বলেন, শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেয়া হয়েছে। তারা মালিকপক্ষের সঙ্গে আলোচনা করছেন। সড়কে যানচলাচল স্বাভাবিক আছে।
শ্যামলী সিনেমা কমপ্লেক্সের পাশে ২৪/২ খিলজি রোডের ৪র্থ তলায় গার্মেন্টসের অফিসে শ্রমিক ও মালিকপক্ষের বৈঠক চলছে। আশানুরূপ সিদ্ধান্ত না আসলে আবারও সড়কে নামবেন বলে জানিয়েছেন শ্রমিকরা।
তারা জানান, গত ১১ আগস্ট তারা ঈদের ছুটিতে যান। ঈদের ছুটি কাটিয়ে আজ গার্মেন্ট খোলার কথা ছিল। সকালে এসে তারা গার্মেন্টের গেটে তালা দেখতে পান। এ ছাড়া গেটে পুলিশ অবস্থান নেয়। আজ থেকে গার্মেন্ট বন্ধ এমন একটি নোটিশ গেটে টাঙিয়ে দেয়া হয়। এরপর তারা অবরোধে নামেন।