ঢাকা, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২, ২৭ জ্বমাদিউল সানি ১৪৪৭

প্রধানমন্ত্রীর তহবিলে জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশনের একদিনের বেতন প্রদান


প্রকাশ: ১০ মে, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


প্রধানমন্ত্রীর তহবিলে জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশনের একদিনের বেতন প্রদান

স্টাফ রিপোর্টার : করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় আইনমন্ত্রী আনিসুল হকের অনুপ্রেরণায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে সদস্যদের এক দিনের বেতনের সমপরিমাণ ৩০ লাখ টাকার চেক হস্তান্তর করেছে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন।  

আজ রোববার (১০ মে) দুপুরে তেজগাঁও এ প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এ চেক হস্তান্তর করেন জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশনের  মহাসচিব বিকাশ কুমার সাহা। 

এ সময় আইন ও বিচার বিভাগের সচিব গোলাম সারওয়ার ও এসোসিয়েশনের সভাপতি হেলাল চৌধুরী  উপস্থিত ছিলেন। চেক গ্রহণ করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে  ভিডিও কনফারেন্সে এতে যুক্ত হন।

বাংলাদেশের অধস্তন আদালতের সকল পর্যায়ের বিচারকদের সংগঠন হলো বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন।  

এদিকে আজ একই অনুষ্ঠানে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস এসোসিয়েশনের পক্ষ থেকেও প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে এসোসিয়েশনের সদস্যদের একদিনের বেতনের সমপরিমাণ ১০ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়। বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস এসোসিয়েশন  আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন নিবন্ধন অধিদপ্তরের কর্মকর্তাদের সংগঠন।


   আরও সংবাদ