ঢাকা, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২, ২৮ জ্বমাদিউল সানি ১৪৪৭

ফটোসাংবাদিকদের পি‌পিই দি‌লো বিএন‌পি


প্রকাশ: ৮ মে, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


ফটোসাংবাদিকদের পি‌পিই দি‌লো বিএন‌পি

স্টাফ রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যবস্থাপনায় ফটোসাংবাদিক স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী উপহার হিসা‌বে (পিপিই) ‌দেওয়া হ‌য়ে‌ছে।

শুক্রবার ৮ মে বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ-সম্পাদক হাতে পি‌পিই  তুলে দেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস‌্য শামসুদ্দিন দিদার।

এর আ‌গে গত ৭ মে বিএন‌পি চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়েও সাংবা‌দিক‌দের পি‌পিই উপহারদেন দল‌টি। গতকাল দলের হ‌য়ে পি‌পিই সাংবা‌দিক‌দের হা‌তে তুলে দেন দ‌লের মহাস‌চিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর।


   আরও সংবাদ