প্রকাশ: ২০ অগাস্ট, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন
কালিগঞ্জ সাতক্ষীরা থেকে শিমুল : বে-সরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের আয়োজনে লার্নিং, শেয়ারিং অন ফেলোশীপ ফর জার্নালিস্ট তিনজন সাংবাদিককে প্রতীক প্রজেক্টেরর উপর ফেলোশীপ সনদ ও ত্রিশ হাজার টাকা প্রদান করা হয়।
মঙ্গলবার (২০ আগষ্ট) বেলা ১২ টায় সুশীলনের প্রধান কার্যালয়ে সুশীলনের উপ-পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টুর সভাপতিত্বে ফেলোশীপ সনদ ও চেক প্রদান করা হয়।
এসময় ফেলোশীপ সনদ ও ত্রিশ হাজার টাকার চেক গ্রহণ করেন চ্যানেল নাইনের সাতক্ষীরা জেলা প্রতিনিধি কৃষ্ণ ব্যানার্জী, দৈনিক পত্রদুত ও দৈনিক সময় পত্রিকার প্রতিনিধি আব্দুস সামাদ, দৈনিক বাংলা নিউজের জেলা প্রতিনিধি শেখ তানজির আহম্মেদ।
এই প্রজেক্টের আওতায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া গ্রামে আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহারে করে আইলা পরবর্তী লবনাক্ত জমিতে সবজি চাষ, ১শ নারীকে শপিং ব্যাগ তৈরীর প্রশিক্ষণ ও স্মার্টফোন প্রদান করা হয়।
ঐসকল নারীরা অনলাইন এ্যাপস ব্যবহার করে সবজি চাষ করে আজ স্বাবলম্বী। ৫ বছর মেয়াদী "প্রতীক প্রকল্পটি" ২০১৯ সালের ডিসেম্বরে শেষ হবে।
অনুষ্ঠানে অতিথি হিসাবে ফেলোশীপ সনদ প্রদান করেন ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কালিগঞ্জ শাখার ব্যবস্থাপক শেখ আব্দুল হামিদ, সহ ব্যবস্থাপক হারুন-অর রশিদ, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান শিমুল, সুশীলনের এরিয়া ম্যানেজার রিয়াজুল ইসলাম, কৃষ্ণা কর্মকার, প্রকল্প সমন্ময়কারী মনিরা পারভীন ও রোকেয়া মনসুর মহিলা কলেজের ক্রীড়া শিক্ষক সৈয়দ মাহমুদুর রহমান প্রমুখ।