ঢাকা, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২, ২৮ জ্বমাদিউল সানি ১৪৪৭

হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে পানি সম্পদ প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর শোক


প্রকাশ: ৬ মে, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে পানি সম্পদ প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর শোক

স্টাফ রিপোর্টার : ঢাকা-৫ আসনের সংসদ সদস্য হাবীবুর রহমান মোল্লা (৮২) মৃত্যুতে গভীর শোক ও দু:খপ্রকাশ করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক ও উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।
 
আজ বুধবার সকাল ১০ টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  মৃত্যুর কোলে ঢলে পড়েন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

তারা শোকবার্তায় বলেন, বর্ষীয়াণ রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে সুদীর্ঘকাল তিনি মানুষের সেবা করে গেছেন। তাঁর বিয়োগে আওয়ামী লীগ  এক শক্তিশালী ও বিশ্বস্ত কর্মীকে হারিয়েছে।

প্রতিমন্ত্রী শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার  শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, হাবীবুর রহমান মোল্লা ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। স্ত্রী ও ছয় সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।


   আরও সংবাদ