ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

কালিগঞ্জের চেয়ারম্যান আজিজুর রহমানের প্রশংসায় জনগণ ও প্রশাসন


প্রকাশ: ৬ মে, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


কালিগঞ্জের চেয়ারম্যান আজিজুর রহমানের প্রশংসায় জনগণ ও প্রশাসন

কালিগঞ্জ থেকে শিমুল : করোনা ভাইরাস নিয়ন্ত্রণ, প্রতিরোধ ও ত্রান বিতরণ সহ নানাবিধ প্রসংশায় ভূষিত হলেন কালিগঞ্জ উপজেলার নলতার জনপ্রিয় ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পাড়। এলাকার সর্ব সাধারণের পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকেও প্রশংসা কুড়িয়েছেন তিনি।

বুধবার (৬ মে) রাত দেড়টায় হঠাৎ নলতা ইউনিয়ন পরিষদে উপস্থিত হলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেল। 

তখনও চেয়ারম্যান আজিজুর রহমান জনকল্যাণে রাত জেগে পরিষদেই ছিলেন। সংঙ্গে ইউপি সচিব কামরুল হাসান বাবুসহ ছিলেন ইউপি সদস্যবৃন্দ। গভীর রাতে পরিষদে জনপ্রতিনিধিদের এমন চিত্র দেখে ইউনিয়ন পরিষদের পরিদর্শন বহিতে নানান প্রশংসায় লিপিবদ্ধ ও স্বাক্ষর করলেন ইউএনও মোজাম্মেল হক রাসেল। 

চেয়ারম্যান আজিজুর রহমান সরকারী দান অনুদানের বাহিরে ব্যাক্তিগত অর্থে জনগণের কল্যাণে ব্যাপক অবদান রেখে চলেছেন। অদম্য সাহস, উদার মানুষিকতা আর ন্যায় বিচারের পাশাপাশি বৈরী আবহাওয়া উপেক্ষা করে জনগণের পাশে থাকায় তিনি হয়ে উঠেছেন সর্বজনবিদিত।
 


   আরও সংবাদ