প্রকাশ: ২০ অগাস্ট, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন
কালিগঞ্জ সাতক্ষীরা থেকে শিমুল : কৃষিই সমৃদ্ধি "পরিকল্পিত ফল চাষ, যোগাবে পুষ্টি সম্মত খাবার" এই প্রতিপাদ্যকে সামনে রেখে কালিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে তিনদিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন।
মঙ্গলবার (২০ আগস্ট) সকাল ১০ টায় কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণের আয়োজনে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র্যালী।
র্যালিটি উপজেলা পরিষদের সামনে থেকে বাহির হয়ে নাজিমগঞ্জ ঘরে কৃষি অফিসে এসে শেষ হয়। পরে কৃষি অফিসের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় কৃষি মেলার উদ্বোধন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।
বিশেষ অতিথির বক্তব্য ও অনুষ্ঠান সঞ্চালনা করেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের নির্বাচিত সাধারণ সম্পাদক সাঈদ মেহেদী।
এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি শেখ নাজমুল ইসলাম, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা রুহুল আমিন প্রমুখ।
অনুষ্ঠানে বনজ, ফলদ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়। পরে কৃষি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষক, কৃষক ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।