প্রকাশ: ১৯ অগাস্ট, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন
কালিগঞ্জ সাতক্ষীরা থেকে শিমুল : ‘‘খেলাধুলা কে হ্যা বলি’, মাদক কে না বলি’’ এই শ্লোগানকে সামনে রেখে কালিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্রীড়া সমগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১৯ আগস্ট) বেলা ১২ টায় উপাজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলার যুবসমাজ ক্লাব গুলোর সভাপতি সাধারণ সম্পাদকের মাঝে ৮ টি ডিউস সেট ও ১শ ৭৩ টি ফুটবল বিতরন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাঈদ মেহেদী বলেন, আমাদের কোমলমতি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। তাই লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় ও তাদের পারদর্শী করে তুলতে হবে। এতেই তারা আগামীতে দেশের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে উঠতে পারবে।
উক্ত ক্রীড়া সমগ্রী বিতরণ অনুষ্ঠানে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ক্রীড়া সমগ্রী বিতরণ করেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাঈদ মেহেদী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইচ চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, উপজেলা সহকারী প্রকৌশলী সামিম হোসেন, কুশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী কাউফিল অরা সজল, দৈনিক দৃষ্টিপাতের কালিগঞ্জ ব্যুরো প্রধান আশেখ মেহেদী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও ফিফা রেফারী শেখ ইকবাল আলম বাবলু, উপজেলা তথ্য প্রযুক্তি লীগের সভাপতি মাসুদ পারভেজ ক্যাপ্টেন, সাংবাদিক সাজেদুল হক সাজু, বিশিষ্ট ঠিকাদার ইলিয়াস হোসেন প্রমুখ।