প্রকাশ: ১৯ অগাস্ট, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন
রাজধানীর বনানীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এফআর (ফারুক-রূপায়ন) টাওয়ারের নকশা জালিয়াতির মামলায় রাজউকের সাবেক এস্টেট কর্মকর্তা রেজাউল করিম তরফদারকে চার সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
আজ সোমবার জামিন আবেদনের শুনানি শেষে বিচারপতি ওবায়দুল হাসান রহিম ও বিচারপতি এসএম কুদ্দুস জামান সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। চার সপ্তাহ পর তাকে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও মো. সারওয়ার হোসেন বাপ্পী।
আইনজীবী মো. খুরশীদ আলম খান জানিয়েছেন, জামিন স্থগিত চেয়ে মঙ্গলবার (২০ আগস্ট) আপিল বিভাগের চেম্বার জজ আদালতে আবেদন করা হবে।
এরআগে, গত ২৫ জুন নকশা জালিয়াতির মাধ্যমে অবৈধভাবে ১৬ তলা থেকে ২৩ তলা ভবন নির্মাণের অভিযোগে এফআর টাওয়ারের মালিক, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) দুই চেয়ারম্যানসহ ২৩ জনের বিরুদ্ধে পৃথক দু’টি মামলা দায়ের করে দুদক। দুদক উপপরিচালক আবু বকর সিদ্দিক বাদী হয়ে এফআর টাওয়ারের দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ মামলা দু’টি দায়ের করেন।
প্রসঙ্গত, চলতি বছরের ২৮ মার্চ এফআর টাওয়ারে আগুনের ঘটনায় ২৬ জন নিহত হন। এরপর ভবনটি নির্মাণে ত্রুটি, নকশা জালিয়াতি, অনিয়ম ও দুর্নীতির অনুসন্ধানে নামে দুদক।