প্রকাশ: ২৮ এপ্রিল, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন
গাজীপুর সংবাদদাতা: গাজীপুর সদর থানাধীন ন্যাশনাল পার্ক এলাকা থেকে সংঘবদ্ধ ডাকাত দলের ৫ সদস্যকে আটক করেছে র্যাব-১।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাত সোয়া এক টার দিকে গাজীপুর থেকে তাঁদেরকে গ্রেফতার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজীপুর সদর থানাধীন ন্যাশনাল পার্ক এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাত চক্র ডাকাতি করার উদ্দেশ্যে অবস্থান নেয়।
গোপন সংবাদের ভিত্তিতে পোড়াবাড়ি র্যাব ক্যাম্পের লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন।
আটককৃতরা হলো- গাজীপুর কাউলতিয়া এলাকার ঈমান উদ্দিনের ছেলে কামরুজ্জামান (৩৫) একই এলাকার শহর আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩৪), আব্দুর রহিমের ছেলে মাহমুদুল হাসান ওরফে রুবেল (২৮) কফিল উদ্দিনের ছেলে সাইদুর রহমান (৪৩) ও সিরাজ উদ্দিনের ছেলে সাদিকুর রহমান (৩৭)। এসময় তাঁদের কাছ থেকে ছুরি, ষ্টীলের চাপাতি, তিনটি চাকু, একটি মোটর সাইকেল ও সাতটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
দীর্ঘদিন যাবৎ গাজীপুরসহ আশপাশের এলাকায় সাধারণ পথচারী, বাসযাত্রী এবং মটর সাইকেল আরোহীদের মারধর এবং অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখিয়ে প্রাইভেটকার, মোটর সাইকেল, গাড়ী, টাকা পয়সা, মোবাইল, স্বর্ণালংকার ইত্যাদি ছিনতাই ডাকাতি করে আসছে তাঁরা। উদ্বারকৃত আলামত ও গ্রেফতারকৃতদের গাজীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে ।