ঢাকা, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২, ২৮ জ্বমাদিউল সানি ১৪৪৭

জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর মৃত্যুতে আইনমন্ত্রীর শোক


প্রকাশ: ২৮ এপ্রিল, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

স্টাফ রিপোর্টার : জাতীয় অধ্যাপক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা জামিলুর রেজা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

তাঁর মৃত্যুতে আজ এক শোক বাণীতে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ড. জামিলুর রেজা চৌধুরী ছিলেন বাংলাদেশের প্রকৌশল জগতের এক উজ্জ্বল নক্ষত্র।  একজন খ্যাতনামা প্রকৌশলী, গবেষক ও শিক্ষাবিদ হিসেবে তাঁর সুনাম বিশ্ববাসী বিস্তৃত। বিরল প্রতিভার অধিকারী এই শিক্ষাবিদের মৃত্যুতে বাঙালি জাতির অপূরণীয়  ক্ষতি হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

আইনমন্ত্রী মরহুম জামিলুর রেজা চৌধুরীর রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর  শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।


   আরও সংবাদ