ঢাকা, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ চৈত্র ১৪৩২, ২২ জ্বমাদিউল সানি ১৪৪৭

রেলওয়ের পূর্বাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে রুল জারি


প্রকাশ: ১৯ অগাস্ট, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন


রেলওয়ের পূর্বাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে রুল জারি

স্টাফ রিপোর্টার : রেলওয়ের পূর্বাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

একইসঙ্গে নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না। তাও জানতে চাওয়া হয়েছে রুলে। 

সোমবার (১৯ আগস্ট) এ সংক্রান্ত রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরি ও বিচারপতি আশরাফুল কামালের বেঞ্চ এ রুল জারি করেন।

এছাড়া মৌলভীবাজার কুলউড়ার বরমচালের বরছড়ড়া সেতুতে গত ২৩ জুন ট্রেন দুর্ঘটনার বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে চেয়েছেন আদালত। 

এসময় রেলওয়ের মহা-পরিচালককে আগামী ২৪ অক্টোবরের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এর আগে গত ১০ জুলাই সুপ্রিম কোর্টের আইনজীবী ফয়েজ উদ্দিন আহমেদ এ বিষয়ে রিট দায়ের করেন। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী তাজুল ইসলাম।


   আরও সংবাদ