ঢাকা, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২, ২৮ জ্বমাদিউল সানি ১৪৪৭

অধ্যাপক জামিলুর রেজার মৃত্যুতে কামাল ও কিবরিয়ার শোক


প্রকাশ: ২৮ এপ্রিল, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


অধ্যাপক জামিলুর রেজার মৃত্যুতে কামাল ও কিবরিয়ার শোক

স্টাফ রিপোর্টার : জাতীয় অধ্যাপক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা জামিলুর রেজা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া।

মঙ্গলবার (২৮ এপ্রিল) এক শোকবার্তায় তারা প্রয়াতের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় তারা বলেন, ‘একজন স্বনামধন্য প্রকৌশলী হিসেবে তিনি দেশের অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। 

বঙ্গবন্ধু সেতু, পদ্মা বহুমুখী সেতু, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেলসহ চলমান নানা উন্নয়ন প্রকল্পে বিশেষজ্ঞ প্যানেলের নেতৃত্বদানকারী এ গুণী ব্যক্তিত্বের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।


   আরও সংবাদ