ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

য‌শোরে নতুন চারজনসহ ‌মোট আক্রান্ত ৩৪ জন


প্রকাশ: ২৭ এপ্রিল, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


য‌শোরে নতুন চারজনসহ ‌মোট আক্রান্ত ৩৪ জন

র‌হিদুল খান : এবার যশোরের মাত্র আটটি নমুনা পরীক্ষা করে তার অর্ধেক অর্থ্যাৎ চারটিই করোনা পজেটিভ হয়েছে। এই নিয়ে যশোর জেলায় মোট ৩৪ জন করোনা রোগী শনাক্ত হলেন বলে জেলা প্রশাসনের হিসেব।

গতকালের পরীক্ষায় এছাড়াও সাতটি নমুনা করোনা পজেটিভ বলে শনাক্ত হয়। এর মধ্যে ঝিনাইদহের চারটি ও নড়াইলের তিনটি।

রোববার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারের সহকারী পরিচালক প্রফেসর ড. ইকবাল কবীর জাহিদ বলেন, রোববার যশোরসহ চার জেলার মোট ৭৮টি নমুনা পরীক্ষা করা হয়। 

এরমধ্যে যশোর জেলার আটটি নমুনার চারটি, ঝিনাইদহের ৩৯টির মধ্যে চারটি এবং নড়াইলের ২০ নমুনার মধ্যে তিনটির রেজাল্ট পজেটিভ পাওয়া যায়। আর মাগুরা জেলার ১১টি নমুনার সবগুলোই নেগেটিভ রেজাল্ট দেয়।

প্রফেসর জাহিদ বলেন, নমুনা পরীক্ষার রেজাল্ট আইইডিসিআর ও সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনদের কাছে পাঠানো হয়েছে। তারা এসব রোগীর অবস্থান জানতে পারবেন।

এর আগে রোববার সন্ধ্যায় যশোর জেলা প্রশাসন যে লকডাউনের গণবিজ্ঞপ্তি জারি করে সেখানে বলা হয়েছিল, এই জেলায় এখন পর্যন্ত ৩০ জন করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন বলে পরীক্ষায় জানা গেছে। 

আজকের চারজনসহ যশোরে করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৩৪-এ।


   আরও সংবাদ