ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

বিভূতিভূষণের কাজে উৎসাহ দিতে ভুলেননি বিএমপি কমিশনার


প্রকাশ: ২৬ এপ্রিল, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


বিভূতিভূষণের কাজে উৎসাহ দিতে ভুলেননি বিএমপি কমিশনার

বরিশাল সংবাদদাতা : বরিশাল শেরই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভাইরাসের পরীক্ষার কাজ শুরু হয় গত ২৯ মার্চ থেকে। সেই থেকে ৩০ বছর বয়সী যুবক ও হাসপাতালের প্যাথলজি বিভাগের টেকনোলজিস্ট বিভূতিভূষণ হালদার একাই আজ অব্দি করোনায় আক্রান্ত কিংবা সন্দেহভাজন রোগীদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে যাচ্ছেন।

আর ভয়কে জয় করে তিনি ইতোমধ্যে ২৭১ বার রোগীদের কাছ থেকে নমুনা সংগ্রহ করেছেন।

সময়ের সাহসী সন্তান বিভূতিভূষণের এ কাজে অনুপ্রেরণা এবং উৎসাহ দিতে ভুলেননি বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার শাহাবুদ্দিন খান। তার পক্ষ থেকে উপহার সামগ্রী প্রেরণ করা হয়েছে বিভূতির কাছে।

এ লক্ষ্যে রোববার (২৬ এপ্রিল) বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার ও স্টাফ অফিসার আবদুল হালিম তালুকদার নগরের সদররোডস্থ হোটেল সেডোনায় অবস্থানরত বিভূতিভূষণ’কে বিএমপি কমিশনারের উপহার সামগ্রী (নানা ধরনের ফলমূল, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী, নগদ অর্থ) পৌঁছে দেন।


   আরও সংবাদ