ঢাকা, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২, ২৭ জ্বমাদিউল সানি ১৪৪৭

আসাদুজ্জামানের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক 


প্রকাশ: ২৫ এপ্রিল, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


আসাদুজ্জামানের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক 

স্টাফ রিপোর্টার : মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ সরকারের প্রথম অর্থসচিব খন্দকার আসাদুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

শনিবার (২৫ এপ্রিল) এক শোক বার্তায়  মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় মন্ত্রী জানান, খন্দকার আসাদুজ্জামান ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। মুক্তিযুদ্ধকালীন প্রবাসী প্রশাসন গড়ে তুলতে তিনি বিশেষ অবদান রাখেন। তাঁর মৃত্যু দেশ ও জাতির জন্য অপূরণীয় এক ক্ষতি। 

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা খন্দকার আসাদুজ্জামান (৮৫) আজ শনিবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


   আরও সংবাদ